লিজিয়ন-বই পরিচিতি

লেখক পরিচিতি

ব্র্যান্ডন স্যান্ডারসন আমেরিকান লেখক। ফ্যান্টাসি এবং সায়েন্স ফিকশনের জন্য বিখ্যাত। জন্ম ডিসেম্বর ১৯, ১৯৭৫!
হুগো অ্যাওয়ার্ড ফর বেস্ট নোভেলা, গুডরিডস চয়েস অ্যাওয়ার্ড ফর বেস্ট ফ্যান্টাসি, হুইটনি অ্যাওয়ার্ড, জন ডব্লিউ ক্যাম্পবেল অ্যাওয়ার্ড সহ আরো বহু পুরষ্কার জিতে চলেছেন সেই ২০০৫ সাল থেকে।
মিস্টবর্ন এবং দি স্টর্মলাইট আর্কাইভ সিরিজের মত ফ্যান্টাসিতে মোহিত করে রেখেছেন নিজের পাঠকদের। লিজিওন সিরিজ তার অন্যতম সফল নোভেলা সিরিজ। এই সিরিজে বই তিনটি(লিজিওন, ডিপ স্কিন, লাইস অফ দ্য বিহোল্ডার)।

 
প্রচ্ছদ: মহিউল ইসলাম মিঠু

এই বইটির মাধ্যমে আমার ২০তম অনুবাদ প্রকাশিত হল
আমার আরেকটা কাজ যেটা নিয়ে গর্বিত আমি। বহুদিন পর এই বইটা পড়তে গিয়ে অনুবাদ করতে ইচ্ছে করেছিল। হঠাৎ সেদিন এই ছোট্ট বইটা না পড়া হলে লেখালেখিতে ফিরতে হয়তো আমার আরও অনেকটা সময় লাগত। এই বইটার প্রচ্ছদ করেছি আমি। বলার মত তেমন কিছু নেই আসলে। প্রতিটা বই আসে মন ভালো করা অনুভূতি নিয়ে। পাঠকরা ভালোবাসা জানান, আমার দিন সুন্দর হয়ে যায়। এই তো! বইটার সাথে একটু পরিচয় করিয়ে দেই বরং,

বই: লিজিয়ন
লেখক: ব্র্যান্ডন স্যান্ডারসন
অনুবাদক: মহিউল ইসলাম মিঠু
ধরন: থ্রিলার, সাইকোলোজিকাল থ্রিলার, মিস্ট্রি থ্রিলার, সায়েন্স ফিকশন, সাইফাই, অ্যাডভেঞ্চার, অনুবাদ, অ্যাডভেঞ্চার
পৃষ্ঠা: ৯৬
দাম: ২০০ টাকা
প্রকাশক: ঐশ্বর্য প্রকাশ
ইবুক মূল্য: ৩৯টাকা
ইবুক প্রকাশক: বইটই, সেইবই

 

ব্লার্ব:

স্টিফেন লিডস। মানসিক রোগী নাকি জিনিয়াস? এই প্রশ্নের উত্তর কারও কাছে নেই। কিন্তু তার নিজের জীবন চলে প্রশ্নের উত্তর খুঁজে। যে প্রশ্নের কোনো উত্তর কারও কাছে থাকে না সেই উত্তর বের করাই তার কাজ।

স্টিফেনের কাছে একটা সাদা খাম এসেছে। নাম-ঠিকানা কিচ্ছু নেই খামে। ভেতরে শুধু একটা ফটোগ্রাফ। কিন্তু ফটোগ্রাফটা যেই সময়ের সেই সময় ক্যামেরা নামক যন্ত্রটার অস্তিত্বই ছিল না। আবিষ্কৃতই হয়নি। কয়েকদিন পর আবার একই ধরনের ছবি আসল আরও একটা। যখন ক্যামেরাই ছিল না সেই সময়কার ছবি তোলা হচ্ছে কিভাবে? তাহলে কি ক্যামেরা আবিষ্কারের ইতিহাস ভুল জানি আমরা? নাকি এইসব ছবি টাইম ট্রাভেলের ফলাফল? নাকি নিছক ফটোসশপের কারসাজি দিয়ে ধাপ্পাবাজি করার চেষ্টা করছে কেউ? আর এই সবকিছুর সাথে স্টিফেনের হারানো ভালোবাসার সম্পর্কটাই বা কোথায়? কৌতুহলী হয়ে উঠল স্টিফেন। জড়িয়ে পড়ল এক অন্যরকম রহস্যের জালে।

লিজিয়ন বইয়ের প্রথম অধ্যায়টি পড়ে দেখতে পারবেন এখানে: লিজিয়ন: প্রথম অধ্যায়

বইটি অর্ডার করতে:
ইনবক্স করুন প্রকাশনীর পেইজে। ঐশ্বর্য প্রকাশ। ৪০% ডিসকাউন্ট পেতে “MITHU40” এই প্রোমোকোড ব্যবহার করুন।

রকমারি ডট কম-এ অর্ডার করতে ক্লিক করুন: লিজিয়ন

বইটই-এর লিংকসমূহ:

বইটি পেতেঃ https://link.boitoi.com.bd/or97
লেখকের সকল বই একসাথে পেতেঃ https://link.boitoi.com.bd/V1EK
বইটই ইন্সটল/আপডেট করুন এই লিংকেঃ https://link.boitoi.com.bd/app

এছাড়া সেইবই অ্যাপেও বইটি পাওয়া যাবে।

 

পাঠক প্রতিক্রিয়া

বইটি পড়ে নিজের মতামত জানিয়েছেন তানভির আহমেদ ফাহিম। তার মতামত পড়তে ক্লিক করুন: লিজিয়ন পাঠক প্রতিক্রিয়া ১

মতামত জানিয়েছিন জান্নাতুল ফেরদৌস ইপ্তি। পড়ুন: লিজিয়ন প্রতিক্রিয়া ২

রিভিউ দিয়েছেন নিশাত আনজুম সেমন্তী। পড়ুন: লিজিয়ন প্রতিক্রিয়া ৩

বইটি নিয়ে বিস্তারিত আলোচনাসহ একটি রিভিউ দিয়েছেন হাসবিতুল হাসান নিঝুম। পড়ুন: লিজিয়ন প্রতিক্রিয়া ৪

সুন্দর একটা ছবি সহ রিভিউ দিয়েছেন তমা দত্ত। পড়ুন: লিজিয়ন প্রতিক্রিয়া ৫

রিভিউ দিয়েছেন নিজাম উদ্দিন অপু। রিভিউটি পড়তে ক্লিক করুন: লিজিয়ন প্রতিক্রিয়া ৬

রিভিউ দিয়েছেন সেলিনা আক্তার। রিভিউ পড়তে ক্লিক করুন: লিজিয়ন প্রতিক্রিয়া ৭

সামিয়া ইসলামের লেখা একটা পাঠক প্রতিক্রিয়া আমাদের কাছে পৌঁছেছে। পড়তে ক্লিক করুন: লিজিয়ন প্রতিক্রিয়া ৮

মিফতা বিনতে জাকির একটা পাঠক প্রতিক্রিয়া পাঠিয়েছেন। পড়তে ক্লিক করুন: লিজিয়ন প্রতিক্রিয়া ৯

প্রতিক্রিয়া ও পরামর্শ জানিয়েছেন হাসান। প্রতিক্রিয়াটি পড়তে ক্লিক করুন: লিজিয়ন প্রতিকিয়া ১০

লিজিয়ন বইটি প্রকাশ উপলক্ষ্যে একটা গিভ-অ্যাওয়ের (Giveaway 4) আয়োজন করেছিলাম। প্রোগ্রামে অসংখ্য পাঠকের অসংখ্য মন্তব্য পেয়েছি। সেখান থেকে ১০ জনকে ১০টা বই গিফট করেছি। তাদের মন্তব্যগুলো এখানে পাওয়া যাবে

Author: Moheul I Mithu

মহিউল ইসলাম মিঠু কৌতুহলী মানুষ। জানতে ভালোবাসেন। এজন্যই সম্ভবত খুব অল্প বয়সেই বইয়ের প্রতি ভালোবাসা জন্মায়। পড়ার অভ্যাসটাই হয়তো ধীরে ধীরে লেখার দিকে ধাবিত করেছিল। তার পাঠকপ্রিয় অনুবাদ গুলোর মধ্যে রয়েছে: দি হবিট, দি লর্ড অফ দ্য রিংস, পার্সি জ্যাকসন, হার্ড চয়েসেজ, দি আইস ড্রাগন, লিজিয়ন, প্লেয়িং ইট মাই ওয়ে, দি আইভরি চাইল্ড ইত্যাদি। বাংলাদেশে প্রথমসারির জাতীয় পত্রিকা, সংবাদপত্র ও ওয়েবসাইটের জন্য লিখেছেন বিভিন্ন সময়। তিনি বাংলাদেশের প্রথম অনলাইন কিশোর-ম্যাগাজিন ‘আজবদেশ’র প্রতিষ্ঠাতা সদস্যদের একজন। বিশ্বখ্যাত ২০টির বেশি বই অনুবাদ করে বিভিন্ন স্তরের পাঠকের আস্থা অর্জন করেছেন, জিতে নিয়েছেন ভালোবাসা। তার অনুদিত কিছু বই বিভিন্ন সময় জাতীয় বেস্ট-সেলারের তালিকাগুলোতে ছিল। (লিখেছেন: লে: কর্নেল রাশেদুজ্জামান)

Share This Post On

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link
Powered by Social Snap