জে আর আর টোলকিনের মিডলআর্থের ঘটনাবলি বেশ কয়েকটি যুগব্যাপী বিস্তৃত। মূলত চারটা যুগের উল্লেখ পাই আমরা। এরমধ্যে দ্বিতীয় যুগ বা সেকেন্ড এজে মিডলআর্থে সাউরনের দৌরাত্ম বেড়ে যায়। কিন্তু শেষপর্যন্ত এলফ আর মানব জাতির মিলিত শক্তির কাছে ডার্কলর্ড সাউরন পরাজিত ও অর্ন্তহিত হয়। সাউরনের অন্তর্ধানের মধ্যে দিয়ে সেকেন্ড এজের পরিসমাপ্তি ঘটে।
থার্ড এজ বা তৃতীয় যুগের শুরুর দিকেই গ্রেট রিং হারিয়ে যায়। এর একহাজার বছর পরে মিডলআর্থে আবার ডার্কলর্ড সাউরনের পুণরুত্থান লক্ষ্য করেন ম্যানওয়ে (Manwe)। এই ম্যানওয়ে হলেন ভালাদের রাজা। একবচনে `Vala’; বহুবচনে `Valar’। এখন প্রশ্ন হল, এই ভালা কারা? সহজ করে বললে, ভালারা হলেন টোলকিন ইউনিভার্সের দেবতা। এই ভালাদের সাহায্য করে মায়া। সহজ কথায় মায়ারা হল ছোট দেবতা। (Singula- Maia; Plural- Maiar) ভালারা অর্থাৎ বড় দেবতাদের কাজ হল পৃথিবীকে ঠিকভাবে পরিচালনা করা। আর সেই কাজে তাদের সাহায্য করেন ছোট দেবতারা অর্থাৎ মায়ারা।
তৃতীয় যুগের ১০০০ সালের দিকে ম্যানওয়ে যখন দেখলেন মিডল আর্থে আবার ডার্কলর্ড সাউরন শক্তিসঞ্চয় করতে শুরু করেছে তখন, ম্যানওয়ে তার বিশ্বস্ত পাঁচ জন মায়াকে মিডলআর্থে পাঠান। এদের নামগুলো বলি: কুরুমো, অলোরিন, আইওয়েনডিল, মরিয়েনতার, রোমেসটামো। অবশ্য পাঁচজনকে একসাথে পাঠাননি। কে কখন মিডলআর্থে আসলো এব্যাপারে আমি নিশ্চিত নই। আপনাদের জানা থাকলে জানান আমাকে।
যাইহোক, এই পাঁচ মায়া মিডলআর্থে হাজার হাজার বছর কাটিয়ে দিল বুড়ো জাদুকরের রূপ ধরে। মিডলআর্থের ইতিহাসের মোড় ঘুরিয়ে দিল। মিডলআর্থকে অশুভের হাত থেকে রক্ষা করল বারবার। এদের মধ্যে কুরুমো হল সারুমান দ্য হোয়াইট, অলোরিন হল গ্যান্ডালফ দ্য গ্রে, আইওয়েনডিল হল র্যাডাগাস্ট, বাকি দুজন যথাক্রমে অ্যালাতার আর প্যালানডো। পালানডো আর অ্যালাটার এই দুজন ‘ব্লু উইজার্ড’ হিসেবে বিখ্যাত।
মিডল আর্থ ইউনিভার্সের সূচনা হয় দি হবিট বই দিয়ে। এই বইয়ের ব্যাপারে বিস্তারিত: http://mithu.info/hobbit-book/
আসছে এই ইউনিভাসের্র দি লর্ড অফ দ্য রিংস সিরিজের প্রথম বই “দি ফেলোশিপ অফ দ্য রিং”।