এই ছোট্ট প্রতিক্রিয়াটি আমাদের দিয়েছেন নিশাত আনজুম সেমন্তী। অনেক ধন্যবাদ।
রিভিউ
বই- দি আইস ড্রাগন
লেখক- জর্জ আর. আর. মার্টিন
অনুবাদক- মহিউল ইসলাম মিঠু
মোট পৃষ্ঠা- ৭০
বইটা লাইট বেশ। বইয়ের মাঝে একটা বাচ্চার কল্পনার বন্ধুত্ব অথবা সেই প্রাচীন সময়ে হয়ত দুর্লভ আইস ড্রাগন আসলেই মা হারা ছোট্ট মেয়েটির বন্ধু হয়ে গিয়েছিল। সাত বছরের বাচ্চা মেয়েটা রাজ্যের যুদ্ধে একটা ভয়াবহ দৃশ্য দেখে। আর তা মোকাবেলায় তার ও তার বন্ধু আইস ড্রাগন যা করে অবিস্মরণীয়।
বইটার মধ্যে বন্ধু হারানোর যে করুণ সুরটা আছে সেটাও আপনার মনে লাগবে। সব মিলিয়ে অ্যাডলার বাচ্চাকালের একটা সুন্দর ও বেদনাময় সময় পড়তে ভালোই লাগবে।
আমি ভালো রিভিউ লিখতে পারি না। বইটার অনুবাদ পড়ে আপনি আসলেই শান্তি পাবেন।
বইটির ব্যাপারে সব বিস্তারিত পাবেন এখানে: http://mithu.info/the-ice-dragon-intro/