বইঃ শরনার্থীর দিনলিপিলেখকঃ কানাইলাল চক্রবর্তীপ্রকাশনাঃ দি রয়েল পাবলিকেশনপ্রকাশকালঃ ফেব্রুয়ারি ২০১৩পৃষ্ঠাসংখ্যাঃ ৯০ (+/-)দামঃ ১৫০ টাকা
লেখক পরিচিতিঃ
১৯৭১ সালে কানাইলাল চক্রবর্তী চট্টগ্রামের কুমিরা থেকে শরনার্থী হিসেবে ভারতে যান। পেশায় হোমিও চিকিৎসক। ভারতে শরনার্থী হিসেবে ছিলেন এপ্রিল ১৯৭১ থেকে ডিসেম্বর ১৯৭১ পর্যন্ত। সেইসব দিনগুলোর কথাই এই বইতে লিপিবদ্ধ হয়েছে। তার লেখা আর কোনো বই আছে বলে জানা নেই আমার।
বই-অনুভূতিঃ
একাত্তর নিয়ে পড়তে সবসময়ই ভালো লাগে আমার। আর ডায়েরি, স্মৃতিকথা তো আমার জন্য রসগোল্লা৷
বইটা বেশ হালকা মেজাজে শুরু হলেও অন্তর্নিহিত অনুভূতিগুলো খুবই গভীর। আমাদের মুক্তিযুদ্ধের সময় একজন সাধারণ হোমিও চিকিৎসকের ভারত-যাত্রা ও ফিরে আসার গল্প আমাদের আন্দোলিত করারই কথা। আমাকেও করেছে। শ্রী কানাইলাল বাবুর স্বজন-বিয়োগ আমাকেও কাঁদিয়েছে। তার যাত্রার অনিশ্চয়তা আমাকেও অস্থির করেছে। তার প্রত্যাবর্তন স্বস্তির নিঃশ্বাস দিয়েছে। এর বেশি বললে স্পয়লার হয়ে যাবে। তাই খুব বলতে ইচ্ছা করা সত্ত্বেও এড়িয়ে গেলাম।
পাঠক হিসেবে বইতে যা কমতি তা আমলে নিতে ইচ্ছে করছে না কারণ এবছর এপর্যন্ত আমার পড়া ওয়ান অফ বেস্ট বই এটা। লেখক পেশাদার নন, আর ১৯৭১ সময় হিসেবেও লেখার মত ছিল না, এজন্যই সম্ভবত বইয়ের দৈর্ঘ্য খুবই অল্প। আরও অনেক কিছু জানতে পারলে ভালো লাগত।
বইটির প্রামাণ্য তথ্য-উপাত্ত অনেক কাজে লাগবে আমার। বইটা আবার পড়ব। বারবার পড়াত মতই বই। সংগ্রহে রাখার মতও! আপাতত পিডিএফটা পেয়েছি বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ আর্কাইভে। খুব তাড়াতাড়ি হার্ড-কপি সংগ্রহ করার ইচ্ছা। যদি প্রিন্টে থাকে।