মাঝে মাঝেই আমার পেজ থেকে প্রিয় পাঠকদের জন্য গিভ-এওয়ে প্রোগ্রাম রাখছি। আপাতত করোনার কারনে শুধু ই-বুক দেয়া হচ্ছে। ভাবিষ্যতে সবকিছু স্বাভাবিক হয়ে গেলে হার্ডবুকও দেয়ার প্ল্যান আছে।
এর আগেও বেশ কিছু গিভএওয়ে করেছিলাম। সেগুলো নিয়ে কোনো পোস্ট করিনি। কিন্তু এখন মনে হচ্ছে, সবগুলোর একটা ডকুমেন্ট অন্তত থাকা উচিত। এজন্যই এই পোস্ট।
যাই হোক গত ২৫ জুলাই ২০২০ তারিখে যে গিভএওয়ের আয়োজন করা হয়েছিল তার বিজয়ীরা হলেন,
নুসরাত জাহান শামামা
এবি রায়হান
স্বপ্নচূড়া
রাফায়েত আলম রিফাত
মোহাম্মদ আশিকুর রাহমান নুর
জারসিস আযাদ সৈকত
আহসান হাবিব
আব্দুল ফাত্তাহ
সাদিয়া আফরিন
ধন্যবাদ সবাইকে যারা সবসময় আমার পাশে থাকে এবং ভালোবাসা জানান।
Author: Moheul I Mithu
মহিউল ইসলাম মিঠু কৌতুহলী মানুষ। জানতে ভালোবাসেন। এজন্যই সম্ভবত খুব অল্প বয়সেই বইয়ের প্রতি ভালোবাসা জন্মায়। পড়ার অভ্যাসটাই হয়তো ধীরে ধীরে লেখার দিকে ধাবিত করেছিল।
তার পাঠকপ্রিয় অনুবাদ গুলোর মধ্যে রয়েছে: দি হবিট, দি লর্ড অফ দ্য রিংস, পার্সি জ্যাকসন, হার্ড চয়েসেজ, দি আইস ড্রাগন, লিজিয়ন, প্লেয়িং ইট মাই ওয়ে, দি আইভরি চাইল্ড ইত্যাদি।
বাংলাদেশে প্রথমসারির জাতীয় পত্রিকা, সংবাদপত্র ও ওয়েবসাইটের জন্য লিখেছেন বিভিন্ন সময়। তিনি বাংলাদেশের প্রথম অনলাইন কিশোর-ম্যাগাজিন ‘আজবদেশ’র প্রতিষ্ঠাতা সদস্যদের একজন। বিশ্বখ্যাত ২০টির বেশি বই অনুবাদ করে বিভিন্ন স্তরের পাঠকের আস্থা অর্জন করেছেন, জিতে নিয়েছেন ভালোবাসা। তার অনুদিত কিছু বই বিভিন্ন সময় জাতীয় বেস্ট-সেলারের তালিকাগুলোতে ছিল।
(লিখেছেন: লে: কর্নেল রাশেদুজ্জামান)