রিভিউ লিখেছেন তমা দত্ত।
বইয়ের নামঃ লিজিয়ন
লেখকঃ ব্র্যান্ডন স্যান্ডারসন
অনুবাদকঃ মহিউল ইসলাম মিঠু
ধরনঃ সাইফাই নভেলা,অ্যাডভেঞ্চার, থ্রিলার
প্রকাশকঃ ঐশ্বর্য প্রকাশ
মুদ্রিত মূল্যঃ ২০০৳
রেটিংঃ ৩.৫/৫
ছবি: তমা দত্ত
লেখক পরিচিতিঃ
ব্র্যান্ডন স্যান্ডারসন আমেরিকান লেখক, যিনি ফ্যান্টাসি এবং সায়েন্স ফিকশনের জন্য বিখ্যাত৷ “লিজিয়ন” তার সবচেয়ে ব্যতিক্রমী আর অন্যতম সফল নভেলা সিরিজ। বইটিতে লেখক সামান্য বিজ্ঞান, ইতিহাস, কিছু অমীমাংসিত রহস্য, দর্শন, কল্পনা আর রোমাঞ্চের অপূর্ব মিশ্রণ ঘটিয়েছেন।
কাহিনি সংক্ষেপঃ
বইয়ের মূল চরিত্র স্টিফেন লিডস। খুবই রহস্যময় মানুষ৷ তাকে নিয়ে সাধারণ মানুষের কৌতুহলের শেষ নেই৷ যেসব প্রশ্নের উত্তর কারো কাছে নেই সেসব উত্তর বের করাই তার লক্ষ্য।
ঘটনাচক্রে একদিন স্টিফেনের কাছে নাম-ঠিকানা বিহীন একটা সাদা খাম আসে। খামের ভিতর ছিল শুধু অতিপ্রাচীন একটা ছবি। কিন্তু আশ্চর্যের বিষয় যখন ক্যামেরার অস্তিত্বই ছিল না সেসময়কার ছবি তোলা হয়েছে কিভাবে? নাকি ধোঁকা দেওয়ার চেষ্টা করছে কেউ? স্টিফেন সেই অদ্ভুত রহস্যের জাল উন্মোচন করতে পারবে কি? জানতে হলে পড়ে ফেলুন বইটি।
পাঠ প্রতিক্রিয়াঃ
বইটি পড়তে গিয়ে আনন্দময় রোমাঞ্চকর পরিস্থিতি পাড়ি দিয়েছি৷ অতি মানবীয় মস্তিষ্কের অধিকারী ব্যতিক্রমী স্টিফেন লিডস এর হ্যালুসিনেশনে দেখা মানুষগুলো সত্যিই জিনিয়াস ছিল। বইটি সববয়সী পাঠকদের এক ভিন্নতর রহস্য আর রোমাঞ্চের স্বাদ দিবে। অনুবাদকের অনুবাদও বেশ সহজ,সাবলীল আর গোছানো ছিল। বইটির প্রচ্ছদটিও দারুণ।
নেগেটিভ দিকঃ
বইটির শুরুর দিকে গল্পটা একটু ধীরগতিসম্পন্ন হলেও পরবর্তীতে শেষ না করা পর্যন্ত বই থেকে মনটা যেন সরতেই চাবে না৷
আশা করি রোমাঞ্চপ্রেমী পাঠকদের পছন্দের তালিকায় স্থান করে নিবে বইটি।
হ্যাপি রিডিং
লিজিয়ন বইটির ব্যাপারে বিস্তারিত জানতে ক্লিক করুন: লিজিয়ন – বই পরিচিতি