রিভিউটি দিয়েছেন: মিফতা বিনতে জাকির।
বইয়ের নাম : লিজিয়ন
লেখকের নাম : ব্রান্ডন স্যান্ডারসন
অনুবাদকের নাম : মহিউল ইসলাম মিঠু
প্রকাশনী : ঐশ্বর্য প্রকাশ
পৃষ্ঠা : ৯৬
মলাট মূল্য : ২০০ টাকা
কাহিনী সংক্ষেপ :
স্টিফেন লিডস, যে নিজেকে সিজোফ্রেনিয়ার রোগী মনে করে। কারো মতে সে তার নিজের মস্তিষ্ককে বিশেষ ট্রেইন করেছে। যা তার নিজের কাছেই একেকটি আলাদা ব্যক্তিত্ব বলে মনে হয়। আর তার মধ্যে থাকা বিভিন্ন ব্যক্তিত্বকে নিয়ে নিজের মতো করে রহস্যের সমাধান করায় বিভিন্ন সময় বিভিন্ন প্রোফেসারের গবেষণার বিষয় হয়ে উঠতে হয় স্টিফেনকে। যা তার জন্য রীতিমতো বিরক্তিকর।
রহস্যের শুরু হয় কয়েকটা ছবি দিয়ে। কিন্তু রহস্য হলো- এই ছবিগুলো যেসময়ের, সেসময়ে ক্যামেরা বা একরকমের কোনো যন্ত্র আবিষ্কার হয়নি। রহস্য আরও ঘনীভূত হলো তখন, যখন দেখা গেল এই ছবির সাথে স্টিফেনের ব্যক্তিগত জীবনের ও সম্পর্ক রয়েছে। তখন সে নিজেও কৌতুহলী হয়ে ওঠে এবং রহস্যের সমাধান করে।
পাঠ প্রতিক্রিয়া :
নতুন থ্রিলার পাঠক হওয়ায় বইয়ের শুরুটা বেশ ভালোই ছিল। পড়া শুরু করার আগে মনে হয়েছিল কাহিনীর শুরুটা আমার সীমিত ভাবনার সীমানার মধ্যে থাকবে না। কিন্তু শুরুটা এতো সহজ ও স্বাভাবিক ছিল যে গল্প ভাবনায় আসতে বাধ্য।
যা ভালো লেগেছে :
একটা মানুষ যে তার নিজের মধ্যের বিভিন্ন চরিত্রকে সমান গুরুত্ব দিয়ে স্বাভাবিক জীবন যাপন করতে পারে। আর সেই জীবন যাপন নিয়ে এতো সুন্দর কাহিনী রচনা করা যেতে পারে তা হয়তো এই বইটা না পড়লে আমার জানা হতো না। অন্যান্য চরিত্রের উপস্থিতি ( যেমন : আরমানডো, স্ট্যান, আইভান্স, আরনড ও অড্রে ) এর ফলে কাহিনী স্বাভাবিক মনে হয়েছে।
রেটিং : ৯/১০
বইটির ব্যাপারে বিস্তারিত জানতে ক্লিক করুন: লিজিয়ন বই পরিচিতি