হাসিনা পালানোর পর থেকেই ফেসবুকে হাসিনার আমলে পাচার হওয়া টাকার পরিমাণ ঘুরে বেড়াচ্ছে। ফেসবুকের কথা বিশ্বাস করা কঠিন, এইজন্য ভাবলাম নিজে একটু চেক করে দেখি পাচার হওয়া টাকার পরিমানণটা কত ।
ওয়াশিংটন ভিত্তিক সংস্থা ‘গ্লোবাল ফিন্যান্সিয়াল ইন্ট্রিগ্রিটি’ জানাচ্ছে, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থের পরিমান ১৭ লক্ষ ৬০০ কোটি টাকা। একই সংস্থা জানাচ্ছে, শুধুমাত্র আন্তর্জাতিক বানিজ্যের মাধ্যমে প্রতি বছর গড়ে প্রায় ৮০ হাজার কোটি টাকা পাচার হয়। অর্থাত্ ১৫ বছরে প্রায় ১২লক্ষ কোটি টাকা।
এবার দেখি সরকারি খরচ অনুযায়ী এই টাকা দিয়ে কতগুলো মেট্রোরেল, পদ্মা সেতু, কর্নফুলি টানেল বানানো যেত।
মেট্রোরেলের খরচ ৩৩,৪৭২ কোটি টাকা। পাচারের টাকা দিয়ে করা যেত ৫২টা মেট্রোরেল।
পদ্মা সেতুর খরচ ৩২,৬০৫ কোটি টাকা। পাচারের টাকা দিয়ে করা যেত ৫৪ টা পদ্মাসেতু।
কর্ণফুলি টানের খরচ ১০,৬৮৯ কোটি টাকা।পাচার হওয়া টাকায় কর্ণফুলি টানেল করা যেত ১৬৪টা।
রূপপুর পারমানবিক বিদ্যুত কেন্দ্রের খরচ ১ লাখ ১৪ হাজার কোটি টাকা। পাচার হওয়া টাকায় করা যেত ১৫ টা।
এই সব খরচ তাও সব দুর্নীতির পরে। আমাদের দেশে সব প্রকল্পের খরচ ভয়াবহরকম বেশি। আমাদের ঢাকা মেট্রোরেল (এমআরটি ৬) পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল মেট্রোরেল। প্রকল্পে দুর্নীতি না হলে, প্রতিটা সংখ্যাই আরও অনেক বড় হত তাতে কোনো সন্দেহ নেই।
তথ্যসূত্র ও স্ক্রিনশট নিচে দিয়ে দিচ্ছি। ভিডিও পাওয়া যাবে এখানে।
ভিডিও দেখতে পারেন:
তথ্য সূত্র
২. https://www.youtube.com/watch?v=md2V5M-TGpY
৩. https://bonikbarta.net/home/news_description/286741/#:~:text=%E0%A6%86%E0%A6%B0%20%E0%A6%8F%E0%A6%96%E0%A6%A8%20%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%20%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A3%20%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87,%E0%A7%A8%E0%A7%A7%20%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%20%E0%A7%AF%E0%A7%AE%E0%A7%AB%20%E0%A6%95%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%BF%20%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A5%A4
৪. https://bangla.thedailystar.net/economy/news-490266
৫.
https://www.banglanews24.com/national/news/bd/1034314.details
৬. https://www.ittefaq.com.bd/662141/%E0%A6%86%E0%A6%97%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80-%E0%A6%AC%E0%A6%9B%E0%A6%B0-%E0%A6%89%E0%A7%8E%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%B0%E0%A7%82%E0%A6%AA%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A3%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81%E0%A7%8E
7. https://www.gfintegrity.org/wp-content/uploads/2019/01/GFI-IFF-Update-Report-2019-Executive-Summary.pdf