শচীনের কিছু অজানা তথ্য।

শচীন টেন্ডুলকার ‘প্লেয়িং ইট মাই ওয়ে’ বইটিতে লিখেছেন কিছু অজানা তথ্য।

১১-১৮ অক্টোবর পর্যন্ত ৪৫% ছাড়ে বইটি বিক্রি করেছে ফেসবুক ভিত্তিক বুকস্টোর “বিবিধ” এই লেখাটি তাদের পোস্ট থেকে নেয়া।

🏏 পাকিস্তানের হয়েও একবার ফিল্ডিং করেছিলেন শচীন। ১৯৮৮ সালে ব্রাবোর্নে ভারত পাকিস্তানের একটি প্র্যাক্টিস ম্যাচে পাকিস্তানের যথেষ্ট খেলোয়াড় উপস্থিত না থাকায় এমনটা করেছিলেন তিনি।

🏏 এমআরএফ পেস অ্যাকাডেমিতে তিনি গিয়েছিলেন একজন বোলার হওয়ার জন্যে। কিন্তু শেষ পর্যন্ত তিনি হয়ে গেলেন ব্যাটসম্যান। আর তারপরই তিনি হয়ে উঠলেন বিশ্বের সেরা খেলোয়াড়।

🏏 সবসময় তিনি তাঁর ব্যাগে রাখতেন ভারতের পতাকা। প্রতি মুহূর্তে সাহস পাওয়ার জন্যেই নাকি সঙ্গে রাখতেন পতাকাটি ।

🏏 বিখ্যাত সঙ্গীত পরিচালক শচীনদেব বর্মনের ভক্ত ছিলেন তাঁর পরিবার। সেই সূত্রেই নাকি এই খেলোয়াড়কে শচীন নামটি দেওয়া হয়।

🏏 তিনি সবসময়ই বাঁ পায়ের প্যাডটি আগে পরতেন। শুধুমাত্র ব্যাট করা ছাড়া তিনি লিখতেনও বাঁ হাতে, আবার খেতেনও বাঁ হাতে ।

🏏 বরাবরই গাড়ির উপর তাঁর দুর্বলতা রয়েছে। জীবনের প্রথম গাড়ি ছিল একটি মারুতি ৮০০।

🏏 পারফিউম এবং ঘড়ি বড্ড পছন্দ করেন। তাই এইসকল জিনিস জমিয়ে রাখার অভ্যাসও রয়েছে তাঁর।

শচীন টেন্ডুলকার’র ভক্তদের অবশ্যই সংগ্রহে রাখার মতো একটি বই।

#সীমিত_সময়ের_জন্য সংগ্রহ করুন ৪৫% ছাড়ে!

====================
|| মলাট মূল্য : ৫০০ টাকা
|| রেগুলার মূল্য : ৩৫০ টাকা
|| অফার মূল্য : ২৭৫ টাকা
====================

👉অতিরিক্ত ছাড়ে অন্যধারার আরো বই পেতে ক্লিক করুন :
https://www.facebook.com/BibidhShop/posts/3095089500561366

Bibidh – বিবিধ – Anyadhara অন্যধারা বই উৎসব [
(১১-১৮ অক্টোবর)

Author: Moheul I Mithu

মহিউল ইসলাম মিঠু কৌতুহলী মানুষ। জানতে ভালোবাসেন। এজন্যই সম্ভবত খুব অল্প বয়সেই বইয়ের প্রতি ভালোবাসা জন্মায়। পড়ার অভ্যাসটাই হয়তো ধীরে ধীরে লেখার দিকে ধাবিত করেছিল। তার পাঠকপ্রিয় অনুবাদ গুলোর মধ্যে রয়েছে: দি হবিট, দি লর্ড অফ দ্য রিংস, পার্সি জ্যাকসন, হার্ড চয়েসেজ, দি আইস ড্রাগন, লিজিয়ন, প্লেয়িং ইট মাই ওয়ে, দি আইভরি চাইল্ড ইত্যাদি। বাংলাদেশে প্রথমসারির জাতীয় পত্রিকা, সংবাদপত্র ও ওয়েবসাইটের জন্য লিখেছেন বিভিন্ন সময়। তিনি বাংলাদেশের প্রথম অনলাইন কিশোর-ম্যাগাজিন ‘আজবদেশ’র প্রতিষ্ঠাতা সদস্যদের একজন। বিশ্বখ্যাত ২০টির বেশি বই অনুবাদ করে বিভিন্ন স্তরের পাঠকের আস্থা অর্জন করেছেন, জিতে নিয়েছেন ভালোবাসা। তার অনুদিত কিছু বই বিভিন্ন সময় জাতীয় বেস্ট-সেলারের তালিকাগুলোতে ছিল। (লিখেছেন: লে: কর্নেল রাশেদুজ্জামান)

Share This Post On

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link
Powered by Social Snap