রিভিউটি লিখেছেন: Rejaul Karim
বই : দি হবিট
লেখক : জে. আর. আর. টোলকিন
অনুবাদক : মহিউল ইসলাম মিঠু
প্রকাশনী : সবুজপাতা
বইটা আসলে লেখক টোলকিন তার নিজ বাচ্চার জন্য লিখতে বসছেন,বাট পরে সেটা হয়ে গেলো সমস্ত পৃথিবীর বাচ্চাদের জন্য আর্দশ লিপির মতো বই।
সব ধরনের অ্যাডভেঞ্চার আছে!
বইটা কতটা পপুলার হয়েছে ভাবতে পারেন?
৫১টা ভাষায় প্রায় অনুবাদ করা হয়েছে বইটা!
প্লট …!
একজন হবিট শান্তি প্রিয় জীবনে ভালো আছে,হঠাৎ আগমন ঘটে একজন যাদুকর এর যাকে আমরা এই বইয়ে দেখি গ্যান্ডালফ হিসেবে ।
যে হবিট কে রাজি করায় অ্যাডভেঞ্চার করাতে..
তাদের সাথে আছে অদ্ভূত আরও ১২ জন বামন। যারা যুদ্ধে উস্তাদ আর একান্ত ই পর্বতের রাজা থরিনের প্রিয় দল।
এই ১৪ জনের দল বের হচ্ছে থরিনের রাজ্য ফিরে পাবার জন্য,আর সেখানেই অপেক্ষা করছে এই ১৪ জনের জন্য ভয়াংকর সব যুদ্ধ আর দৈত্য ধানব।
পথি মধ্যে আছে বিশাল আকাড় মার্কশা, আছে গবলিন এবং অদ্ভুত যত ভয়ংকর প্রাণীদের সাথে যুদ্ধ।
বন্ধু হিসেবে আসে,ঈগল ,ভাল্লুকে র রূপে এক বেয়র্ন।
তার পর শুরু হয় ড্রাগনের সাথে যুদ্ধ।
কি নেই এই বইয়ে?
বাচ্চাদের বই ধরা হলেও, আমার মনে হয় যারা
অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য এই বইটা।
তাহলে আর দেরি কেনো?
বসে পড়ুন দি হবিট নিয়ে!
ভালোবাসার এক বই!
বইটা নিয়ে বসলে উঠতে ইচ্ছে হবে নাা শেষ করা পযর্ন্ত।খুব সুন্দর করে গুছানো লিখার একটা বই ।
প্রয়োজনীয় লিংক:
বইটির পরিচিতি, আপডেটস, পাঠক প্রতিক্রিয়া, বইয়ের কিছু অংশ পড়ে দেখার লিংক সহ সবকিছু পাওয়া যাবে এখানে: দি হবিট – বই পরিচিতি