কাহিনী সংক্ষেপ: আমি, অ্যালান কোয়াটারমেইন, এ জীবনে এত এত অ্যাডভেঞ্চারে করেছি যে এ জীবনকে কোনভাবেই গৃহস্থালি জীবন বা রস-কষহীন জীবন বলা যাবে না। আর আজ কলম হাতে নিলাম,জীবনের সবচেয়ে আজব অভিযানগুলোর গুলোর একটা লিখব বলে।
এই কাহিনীর সাথে জড়িয়ে আছে ব্ল্যাক কেন্ডা আর হোয়াইট কেন্ডার। তাদের হস্তীদেবতা, সর্পদেবতা। জীবনে আমি এত বড় হাতি বা সাপ কোনোটাই আর কখনও দেখিনি। মাঝে মাঝে নিজের কাছেই অবাস্তব মনে হয়। শুধু অবাস্তবই না কিছুটা অকল্পনীয়ও।কেউ কেউ হয়তো অবিশ্বাস করবেন আমাকে। কিন্তু শুধু এটুকুই বলব, যত যাই মনে হোক আমি কিন্তু সত্যিই দেখেছি। বাকিটা পাঠকরা বিচার করবেন।
হারুত আর মারুত আমাকে নিয়ে গিয়েছিল কেন্ডাল্যান্ডে। ঐশ্বরিকভাবে নাকি তাদের বলা হয়েছিল, একমাত্র আমিই পারব ’জানা’ নামের সেই অতিকায় হাতিকে বধ করতে। সেজন্যেই নিয়ে গিয়েছিল।
এখন আর কোন কথা নয় সরাসরি কাহিনী।
রহস্য, অ্যাডভেঞ্চার, শিকারের রোমাঞ্চ, ভালোবাসা, ঘৃণা আর বন্ধুত্বে ভরপুর এই বইটির সাথে আপনার সময় বেশ ভালো কাটবে। এটুকু গ্যারান্টি দিতে পারি।
হার্ডবাউন্ডে প্রকাশ করেছে : সবুজপাতা
পৃষ্ঠা সংখ্যা: ১৪২
মুদ্রিত মূল্য: ১৮০ টাকা রকমারি লিংক:
ইবুক প্রকাশক: সেইবই
মূল্য: ২০ টাকা – সেইবই লিংক
ইবুক প্রকাশক: বইটই
মূল্য: ২১ টাকা-
এছাড়া বারকোড স্ক্যান করতে পারেন:
যে লিংকগুলো আপনার লাগতে পারে
বইটি সম্পর্কে সচেতন পাঠক আব্দুল্লাহ আর রায়হানের রিভিউটি পড়তে ক্লিক করুন, এখানে
রকমারিতে বইটি খুজে পেতে ক্লিক করুন এখানে (৩০% ডিসকাউন্ট চলছে)
সেই বইতে বইটি খুঁজে পেতে ক্লিক করুন, এখানে
গুডরিডস এ বইটি পেতে ক্লিক করুন।
পাঠক প্রতিক্রিয়া
বইটি সম্পর্কে সচেতন পাঠক আব্দুল্লাহ আর রায়হানের রিভিউটি পড়তে ক্লিক করুন, এখানে
https://www.rokomari.com/book/98219/the-ivory-child?ref=null