ধন্যবাদ জান্নাতুল ফেরদৌস ইপ্তি, সুন্দর রিভিউয়ের জন্য।
বইয়ের নাম: দি আইস ড্রাগন
লেখক: জর্জ আর. আর. মার্টিন
অনুবাদক: মহিউল ইসলাম মিঠু
পৃষ্ঠার সংখ্যা: ৮৬
চরিত্রসমূহ: অ্যাডারা, হাল, জন, বেথ, গোয়েফ, টেরি, লরা, ব্রিমস্টোন
কাহিনীসংক্ষেপ:
যখন ড্রাগনকে পোষ মানিয়ে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হতো সেই সময়কার কথা। ছোট্ট মেয়ে অ্যাডারার সাথে বন্ধুত্ব হয় এক আইস ড্রাগনের। তাদের বন্ধুত্বের সুবাদে প্রতিবছর আইস ড্রাগন আসে শীতের তীব্রতা নিয়ে। এইদিকে রাজ্যের উত্তরপ্রান্তে কয়েকবছরের চলমান যুদ্ধের অবসান ঘটেছে পরাজয়ের মাধ্যমে। বাঁচতে হলে এই রাজ্য ছেড়ে চলে যেতে হবে। চলে গেলে আইস ড্রাগনের সাথে আর দেখা হবে না। কিন্তু তাদের বন্ধুত্বের কি হবে?
পাঠ প্রতিক্রিয়া:
ড্রাগন নিয়ে কৌতুহলের অন্ত নেই আমার। সেখানে বইয়ের নামই আইস ড্রাগন। খুব বেশি কৌতুহল নিয়ে বই পড়া শুরু করেও কোথাও গিয়ে আনন্দে ভাঁটা লাগে নি। অনন্যসাধারণ গল্পের মাধ্যমে একটি অতি সাধারণ ঘটনাকে ফুটিয়ে তুলেছেন লেখক। গল্পটি বিয়োগাত্মক হলেও শেষ হয়েছে সাহস, লড়াই আর ভালোবাসা দিয়ে। অসাধারণ সমাপ্তি গল্পটিকে পরিপূর্ণতা দিয়েছে।
শব্দচয়ন এবং সাবলীল ভাষা ব্যবহারের ফলে একবারের জন্যও মনে হয় নি অনুবাদ পড়ছি। এক্ষেত্রে অনুবাদকের প্রশংসা করা বাঞ্ছনীয়।
রেটিং: ৪/৫
বইটির জন্য আপনার বইটই অ্যাপ থেকে কিউআর কোডটি স্ক্যান করুন