বাংলাদেশের অন্যতম প্রধান ইবুক প্ল্যাটফর্ম ‘বইটই’ থেকে প্রকাশিত হল, ‘দি আইস ড্রাগন’। ১২ অক্টোবর বইটি প্রকাশের ব্যাপারে নিশ্চিত করে বইটই কর্তৃপক্ষ। মাত্র ২১ টাকায় বইটি কিনতে পারবেন বইটইয়ের যেকোন ব্যবহারকারী।বইটি এক্সক্লুসিভলি পাওয়া যাবে শুধুমাত্র বইটই অ্যাপে।
বইটই অ্যাপের কিউ আর কোড স্ক্যান অপশন থেকে উপরের কিউ আর কোড স্ক্যান করলেই বইটি পাওয়া যাবে।
এছাড়া প্লে-স্টোর থেকে “বইটই” অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করে “মহিউল ইসলাম মিঠু” বা “Moheul Islam Mithu” সার্চ করলেই আমার সবগুলো বই দেখতে পাওয়া যাবে। সেখান থেকেও ‘দি আইস ড্রাগন’ ডাউনলোড করে পড়তে পারবেন।
খুব তাড়াতাড়িই হয়তো আমরা প্রোমোকোড দিতে পারব। সেজন্য এই ওয়োবসাইট অথবা ফেসবুকে পেইজে চোখ রাখতে হবে।
খুবই ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস এবং গ্রাহকসেবা দিয়ে ‘বইটই’ ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে বাংলা ভাষাভাষী পাঠকদের মধ্যে।
বইটির সুন্দর প্রচ্ছদ করেছেন ‘সফটগ্যাদার আইটি’র গ্রাফিক ডিজাইনার জারসিস আজাদ সৈকত।
হার্ডকভার এবং পেপারব্যাকেও বইটি পাওয়া যাবে কিছুদিনের মধ্যেই। প্রকাশকের সাথে বিস্তারিত আলাপ- আলোচনা চলছে।
বইটির ব্যাপারে সব আপডেট এবং দি আইস ড্রাগন সংক্রান্ত সবকিছু জানতে এখানে ক্লিক করুন।