লিজিয়ন বইটি পড়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জান্নাতুল ফেরদৌস ইপ্তি।
রিভিউটি হবহু তুলে দিচ্ছি
বুক রিভিউঃ
লিজিয়ন
লেখকঃ ব্র্যান্ডন স্যান্ডারসন
অনুবাদঃ মহিউল ইসলাম মিঠু
পৃষ্ঠা সংখ্যাঃ ১২০
চরিত্রসমূহঃ স্টিফেন, সান্দ্রা, মোনিকা, উইলসন, রাজন, জেসি, আইভি, টোবিয়াস, আরমান্ডো, মেগান, অড্রে

কাহিনী সংক্ষেপঃ
রহস্যময় ব্যক্তিত্ব স্টিফেন লিডস। নিজেকে সিজোফ্রেনিক মনে করা স্টিফেনের মস্তিষ্ক হয়ে উঠেছে বিভিন্ন প্রফেসরের গবেষণার বিষয়বস্তু। আজকাল কেউ ইন্টারভিউ নিতে আসলেই বিরক্ত হয় স্টিফেন। এজন্য বিভিন্নভাবে ইম্প্রেস করে ইন্টারভিউ নেয়ার চেষ্টা করে অনেকেই। হঠাৎ করে কেউ ক্যামেরা আবিষ্কারের আগের ফটোগ্রাফ পাঠালো। কেউ কি তাকে ইন্টারভিউ নেয়ার জন্য ইম্প্রেস করার চেষ্টা করছে? এখান থেকেই স্টিফেন নেমে পরে নতুন রহস্যের সমাধানে, চুরি যাওয়া রহস্যময় ক্যামেরা উদ্ধারে।
পাঠ প্রতিক্রিয়াঃ শুরুর দিকে মনে হয়েছে গল্প খুবই ধীরগতিতে আগাচ্ছে। কিন্তু মূল গল্পে ঢুকে পড়লে পুরোটা শেষ না করে ওঠা মুশকিল। “ধোকা দিচ্ছে কে?” এরকম একটা চিন্তা মাথায় ছিল সম্পূর্ন বই জুড়ে। বইয়ের কোথাও রহস্যের কমতি নেই। আর অনুবাদের ক্ষেত্রে মহিউল ইসলাম মিঠু তার অনুবাদের বৈশিষ্ট্য বজায় রেখেছেন।
রেটিং ৪/৫
লিজিয়ন বইটির ব্যাপারে সব বিস্তারিত, বইয়ের প্রথম অধ্যায়, অন্যান্য পাঠক প্রতিক্রিয়া সহ সবকিছু পাবেন এখানে: লিজিয়ন বই পরিচিতি








লেখার চেষ্টা করছি।