চেতনা জাগাই, করোনা থামাই

সোশাল ডিস্ট্যান্সিং বজায় রাখার সময়টাকে সহনীয় করে তুলতে পারে বইপড়া। আর বই পড়েই যদি সোশাল ডিস্ট্যান্সিং এর পাশাপাশি সামাজিক সহযোগিতায়ও কার্যকরভাবে অংশ নেয়া যায়, তবে মন্দ কি?

বইটই আর সেইবই এর মাধ্যমে আপনারা এ সুযোগটাই পাবেন। পুরো এপ্রিল মাসজুড়ে এই দুটি ইবুক প্ল্যাটফর্মে আমার বিক্রিত বই থেকে (লেখকের অংশের) সব অর্থ যাবে করোনায় ভুক্তভোগী ডিসএনভান্টেজড মানুষের সহযোগিতায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের “শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন” বিভাগের শিক্ষার্থীরা ফান্ড রেইজ করছে করোনা মহামারিতে বিপর্যস্ত মানুষের পাশে দাড়ানোর জন্য। “শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন” আমার ডিপার্টমেন্ট। আমার বই বিক্রির টাকাগুলো এই ফান্ডে দেয়া হবে। এর আগে অনেকবার বিভিন্ন দূর্যগের সময় এই গ্রুপ খুব সফলতার সাথে অনেকগুলো ত্রান কার্যক্রম পরিচালনা করেছে। তাদের কাছে আমাদের টাকার সঠিক ব্যবহার নিশ্চিত হবে।

এখান থেকে হয়তো খুব বেশি টাকা আসবে না। কিন্তু আমার হৃদয়ের সবচেয়ে কাছের জিনিস এই বইগুলো। তাই এখান থেকে পাওয়া টাকাটুকু নিয়েই মানুষের পাশে দাড়াতে চাই। এতটুকু আত্মতুষ্টি অন্তত পেতে চাই যে, আমিও আমার জায়গা থেকে করেছি যতটুকু পেরেছি। সেইবই থেকে বই কিনলে ডোনেশন হিসেবে যাবে বইয়ের দামের ৭০% এবং বইটই থেকে কিনলে যাবে দামের ৫০%। (এটাই রেভিনিউ ডিসট্রিবিউশান)

প্রথমে এমনই হওয়ার কথা ছিল। কিন্তু পরে “বইটই” আমার এই উদ্যোগে একাত্মতা জানিয়েছে। তাদের অংশের ৫০% রেভিনিউ তারা আমার এই ক্যাম্পেইনের জন্য ছেড়ে দিচ্ছে। অর্থাৎ বইটই ব্যবহারকারীরা বইটি কিনলে পুরো টাকাটাই যাবে ডোনেশন হিসেবে। এব্যাপারে একটা পোস্ট আছে, সেটার লিংক নিচে দিয়ে দেব।

আমরা যদি প্রত্যেকে সচেতন থাকি, নিজের অবস্থান থেকে যতটুকু পারি যেভাবে পারি মানুষের পাশে দাড়াই তাহলে করোনা মহামারি পরাস্ত হবেই। ভবিষ্যতের পৃথিবীর জন্য এটাই হবে আমাদের উপহার।

আমার বন্ধু আব্দুল্লাহ আর রায়হান, প্রথম দু্টো প্যারা লিখে দিয়ে এই লেখাটা শুরু করিয়ে দিয়েছে। তার মতে, ‘চেতনা জাগাই, করোনা থামাই’ কথাটাতে ‘চেতনা’ শব্দটা পুরোপুরি সুইটেবল না। বেশি বলা হয়ে যাচ্ছে। সে আমাকে ‘সচেতনতা’বা এই জাতীয় কোনো শব্দ ব্যবহার করতে বলছিল। আমিও ওর সাথে একমত। কিন্তু তারপরেও চেতনা শব্দটা রাখতে চাই। কারন সচেতনতা দিয়ে আমরা এই করোনাকে বিদায় করতে পারব। কিন্ত আর যেন কোনো করোনা এসে আমাদের এমন অসহায় করতে না পারে এজন্য আমাদের চেতনাকে জাগাতে হবে। পৃথিবীর প্রতি যত্নশীল হতে হবে। যদি এই বিপর্যয়ে আমাদের চেতনা জাগে তাহলেই কেবল করোনা পরবর্তী পৃথিবী হবে নিরাপদ। নইলে…. সময়ের ব্যাপার মাত্র….

পাঠকের সুবিধা হলে পারে, তাই বইটই ও সেইবইতে আমার যে বইগুলো কেনা যাবে সেগুলোর লিস্ট দিয়ে দিচ্ছি। বইগুলোর ব্যাপারে বিস্তারিত জানতে বইয়ের নামের উপর ক্লিক করুন।

সেইবইতে পাওয়া যাবে

১. দি হবিট – জে. আর. আর. টোলকিন (লর্ড অফ দ্য রিংস-এর প্রিক্যুয়েল)

বইয়ের ব্যাপারে সবকিছু পাবেন: http://mithu.info/the-hobbit-new-cover/
সেইবইতে বইয়ের লিংক: https://sheiboi.com/Book/BookDetails?bookId=3159

২. দি আইস ড্রাগন – জর্জ আর. আর. মার্টিন

বইয়ের ব্যাপারে সবকিছু পাবেন: http://mithu.info/the-ice-dragon-intro/
সেইবইতে বইয়ের লিংক: https://sheiboi.com/Book/BookDetails?bookId=3098

৩. আ গেম অব থ্রোনস (গ্রাফিক নোভেল ১)- জর্জ আর. মার্টিন

বইয়ের ব্যাপারে সবকিছু পাবেন: http://mithu.info/gameofthrones-grahic-novel/
সেইবইতে বইয়ের লিংক: https://sheiboi.com/Book/BookDetails?bookId=3134

৪. প্লেয়িং ইট মাই ওয়ে (শচীন টেন্ডুলকারের আত্মজীবনী)

বইয়ের ব্যাপারে সবকিছু পাবেন: http://mithu.info/playing-it-my-way/
সেইবইতে বইয়ের লিংক: https://sheiboi.com/Book/BookDetails?bookId=3149

৫. দি আইভোরি চাইল্ড – হেনরি রাইডার হ্যাগার্ড

বইয়ের ব্যাপারে সবকিছু পাবেন: http://mithu.info/the-ivory-child/
সেইবইতে বইয়ের লিংক: https://sheiboi.com/Book/BookDetails?bookId=3150

বইটইতে যে বইগুলো পাওয়া যাবে

১. দি হবিট – জে. আর. আর. টোলকিন (লর্ড অফ দ্য রিংস-এর প্রিক্যুয়েল)

বইয়ের ব্যাপারে সবকিছু পাবেন: http://mithu.info/the-hobbit-new-cover/
বইটইতে বইয়ের লিংক: https://boitoi.com.bd/book/372/%E0%A6%A6%E0%A6%BF-%E0%A6%B9%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9F

কিউআর কোড স্ক্যান করুন বইটই অ্যাপ থেকে

২. দি আইস ড্রাগন – জর্জ আর. আর. মার্টিন

বইয়ের ব্যাপারে সবকিছু পাবেন: http://mithu.info/the-ice-dragon-intro/
বইটইতে বইয়ের লিংক: https://boitoi.com.bd/book/409/%E0%A6%A6%E0%A6%BF-%E0%A6%86%E0%A6%87%E0%A6%B8-%E0%A6%A1%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%97%E0%A6%A8

কিউআর কোড স্ক্যান করুন বইটই অ্যাপ থেকে

৩. আ গেম অব থ্রোনস (গ্রাফিক নোভেল ১)- আর. আর. মার্টি

বইয়ের ব্যাপারে সবকিছু পাবেন: http://mithu.info/gameofthrones-grahic-novel/
বইটইতে বইয়ের লিংক: https://boitoi.com.bd/book/609/%E0%A6%86-%E0%A6%97%E0%A7%87%E0%A6%AE-%E0%A6%85%E0%A6%AC-%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%B8

কিউআর কোড স্ক্যান করুন

৪. আ গেম অব থ্রোনস (গ্রাফিক নোভেল ২)- আর. আর. মার্টিন

বইয়ের ব্যাপারে সবকিছু পাবেন: http://mithu.info/gameofthrones-grahic-novel/
বইটইতে বইয়ের লিংক: https://boitoi.com.bd/book/881/%E0%A6%86-%E0%A6%97%E0%A7%87%E0%A6%AE-%E0%A6%85%E0%A6%AC-%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%B8-(%E0%A6%87%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81-%E0%A7%A8)

কিউআর কোড স্ক্যান করুন বইটই অ্যাপ দিয়ে

৫. প্লেয়িং ইট মাই ওয়ে (শচীন টেন্ডুলকারের আত্মজীবনী)

বইয়ের ব্যাপারে সবকিছু পাবেন: http://mithu.info/playing-it-my-way/
বইটইতে বইয়ের লিংক: https://boitoi.com.bd/book/686/%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B2%E0%A7%87%E0%A7%9F%E0%A6%BF%E0%A6%82-%E0%A6%87%E0%A6%9F-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%87-%E0%A6%93%E0%A7%9F%E0%A7%87

কিউআর কোড স্ক্যান করুন বইটই অ্যাপ দিয়ে

৬. দি আইভোরি চাইল্ড – হেনরি রাইডার হ্যাগার্ড

বইয়ের ব্যাপারে সবকিছু পাবেন: http://mithu.info/the-ivory-child/
বইটইতে বইয়ের লিংক: https://boitoi.com.bd/book/375/%E0%A6%A6%E0%A6%BF-%E0%A6%86%E0%A6%87%E0%A6%AD%E0%A7%8B%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%A1

কিউআর কোড স্ক্যান করুন বইটই অ্যাপ দিয়ে

৭. ড্রাকুলা (গ্রাফিক নোভেল, ইস্যু ১) – ব্রাম স্টোকার

বইয়ের ব্যাপারে সবকিছু পাবেন: http://mithu.info/dracula-graphic-novel/
বইটইতে বইয়ের লিংক: https://boitoi.com.bd/book/825/%E0%A6%A1%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%95%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BE

কিউআর কোড স্ক্যান করুন বইটই অ্যাপ দিয়ে

৮. পার্সি জ্যাকসন অ্যান্ড দ্য অলিম্পিয়ানস ১ – রিক রাইওর্ডান

বইয়ের ব্যাপারে সবকিছু পাবেন: http://mithu.info/persy-jackson-book-intro/
বইটইতে বইয়ের লিংক: https://boitoi.com.bd/book/371/%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%BF-%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%95%E0%A6%B8%E0%A6%A8-%E0%A6%85%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1-%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%87%E0%A6%9F%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%82-%E0%A6%A5%E0%A6%BF%E0%A6%AB

কিউআর কোড স্ক্যান করুন বইটই অ্যাপ দিয়ে

৯. স্টোরি অফ মাই লাইফ – মহত্মা গান্ধী

বইয়ের ব্যাপারে সবকিছু পাবেন:
বইটইতে বইয়ের লিংক: https://boitoi.com.bd/book/374/%E0%A6%A6%E0%A6%BF-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8B%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%85%E0%A6%AB-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%87-%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%87%E0%A6%AB

১০. নরেন্দ্র মোদী – অ্যান্ডি ম্যারিনো

বইয়ের ব্যাপারে সবকিছু পাবেন:
বইটইতে বইয়ের লিংক: https://boitoi.com.bd/book/373/%E0%A6%A8%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%A6%E0%A6%BF

অ্যাপের ব্যাপারে সব বিস্তারিত

বইটই অ্যাপের ডাউনলোড লিংক: https://link.boitoi.com.bd/app

বইটইতে মহিউল ইসলাম মিঠুর সবগুলো বই একত্রে: https://boitoi.com.bd/author/132/moheul-islam-mithu?sort=title&page=1

সেইবই অ্যাপের ডাউনলোড লিংক:
গুগল প্লে স্টোর > https://goo.gl/GxoVGb
অ্যাপল অ্যাপ স্টোর > https://goo.gl/AZPykb

সেইবইতে মহিউল ইসলাম মিঠুর সবগুলো বই একত্রে: https://sheiboi.com/Book/AuthorDetails?AuthorId=1085

এছাড়া যে কোনো অ্যাপ ইন্সটল করে “মহিউল ইসলাম মিঠু” সার্চ দিলে সবগুলো বই একসাথে বা বইয়ের নাম লিখে সার্চ দিলেও কাঙ্খিত বইটি পেয়ে যাবেন।

আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়:

অনেকেরই মনে হচ্ছে, উদ্যোগটি বইটই বা সেইবই এর পক্ষ থেকে নেয়া হয়েছে। তা নয়। উদ্যোগ সম্পূর্ণ আমার ব্যক্তিগত। শুধু মাত্র আমার (মহিউল ইসলাম মিঠু) বইগুলোই এই ক্যাম্পেইনের আওতায় থাকবে। বইটই বা সেইবই অ্যাপের সম্পৃক্ততা শুধুমাত্র মিডিয়াম হিসেবে। ক্যাম্পেইনের সকল সিদ্ধান্ত, সফলতা, ব্যর্থতা, অর্থবন্টন, কোনোকিছুর জন্য অ্যাপ ও অ্যাপ সংশ্লিষ্ট কেউ দায়ী নয়।

তবে আমার ক্যাম্পেইন ঘোষনার পরেরদিন, “বইটই” এই ক্যাম্পেইনের সাথে একাত্মতা প্রকাশ করে।

এই ক্যাম্পেইনের স্বচ্ছতা রক্ষার জন্য এই বিষয়ে সকল ফলো-আপ এখানে পাওয়া্ যাবে। http://mithu.info/chetona-jagai-follow-up/

এছাড়া এসংক্রান্ত যে কোনো প্রয়োজনে যোগাযোগ করা যাবে, সেইবই, বইটই এবং আমার ইনবক্সে।

Author: Moheul I Mithu

মহিউল ইসলাম মিঠু কৌতুহলী মানুষ। জানতে ভালোবাসেন। এজন্যই সম্ভবত খুব অল্প বয়সেই বইয়ের প্রতি ভালোবাসা জন্মায়। পড়ার অভ্যাসটাই হয়তো ধীরে ধীরে লেখার দিকে ধাবিত করেছিল। তার পাঠকপ্রিয় অনুবাদ গুলোর মধ্যে রয়েছে: দি হবিট, দি লর্ড অফ দ্য রিংস, পার্সি জ্যাকসন, হার্ড চয়েসেজ, দি আইস ড্রাগন, লিজিয়ন, প্লেয়িং ইট মাই ওয়ে, দি আইভরি চাইল্ড ইত্যাদি। বাংলাদেশে প্রথমসারির জাতীয় পত্রিকা, সংবাদপত্র ও ওয়েবসাইটের জন্য লিখেছেন বিভিন্ন সময়। তিনি বাংলাদেশের প্রথম অনলাইন কিশোর-ম্যাগাজিন ‘আজবদেশ’র প্রতিষ্ঠাতা সদস্যদের একজন। বিশ্বখ্যাত ২০টির বেশি বই অনুবাদ করে বিভিন্ন স্তরের পাঠকের আস্থা অর্জন করেছেন, জিতে নিয়েছেন ভালোবাসা। তার অনুদিত কিছু বই বিভিন্ন সময় জাতীয় বেস্ট-সেলারের তালিকাগুলোতে ছিল। (লিখেছেন: লে: কর্নেল রাশেদুজ্জামান)

Share This Post On

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link
Powered by Social Snap