ভারতে মুসলিমরা রোগীদের চিকিৎসার জন্য মসজিদ খালি করে দিয়েছেন। সেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই চিকিৎসা পাচ্ছে। এই খবর বহুত গর্বের সাথে শেয়ার করছে অনেকেই। আমার ফ্রেন্ডলিস্টেই শ’খানেক দেখলাম। প্রতিটা শেয়ারেই একটা জিনিস চোখে পড়ল। শেয়ারকারীগণের প্রত্যেকেই “হিন্দু ধর্মাবলম্বীরা মসজিদ ভাঙছে” এরকম একটা ছবিও যোগ করেছেন। প্রচন্ড গর্ব নিয়ে নিজেদের উদারতা জাহির করেছেন। তাদের ম্যাসেজটা এমন, “তোমরা মসজিদ ভাঙ্গো, আর আমরা সেই মসজিদে তোমাদের চিকিৎসা দিয়ে জীবন বাঁচাচ্ছি। দেখ, আমরা কত উদার!”
কিন্তু ভারতে শুধু মুসলিমরাই মসজিদ ছেড়ে দেয়নি চিকিৎসার জন্য হিন্দুরাও মন্দির ছেড়ে দিয়েছে। সেই মন্দিরে অনেক মুসলিমের চিকিৎসা হচ্ছে। শিখরা গুরুদোয়ারায় অক্সিজেনের লঙ্গরখানা খুলে বসেছে, একবারও জিজ্ঞেস করছে না, রোগীর ধর্ম কী। এই কথাগুলো আমার ইসলামের গর্বে গর্বিত ভাই-বোনদের কাউকে শেয়ার করতে দেখলাম না।
গর্বিত এই শেয়ারকারীদের ভাব দেখে মনে হল, গত কয়েকবছরে আমাদের দেশে মন্দিরে হামলার ঘটনাগুলো তারা জানেও না।
ইসলাম আমাদের শেখায় অন্যের দোষ গোপণ করে গুণের প্রচার করতে হয়। আর নিজের ভালো কাজগুলো ঢেকে রাখতে হয়। আর আমরা অন্যের ভুলের বিজ্ঞাপন দিয়ে ব্যানার বানাই, আর নিজের একবেলা ৫০টাকার বিরানী বিলি কইরা বিলবোর্ড বানাই। আল্লাহ আমাদের জান্নাতুল ফেরদৌস দান করুন। সাথে জান্নাতুল আদন, মাওয়া, নাইম সহ বাকিগুলা ফ্রি দেবেন।