বইটই থেকে ‘দি আইস ড্রাগন’

বাংলাদেশের অন্যতম প্রধান ইবুক প্ল্যাটফর্ম ‘বইটই’ থেকে প্রকাশিত হল, ‘দি আইস ড্রাগন’। ১২ অক্টোবর বইটি প্রকাশের ব্যাপারে নিশ্চিত করে বইটই কর্তৃপক্ষ। মাত্র ২১ টাকায় বইটি কিনতে পারবেন বইটইয়ের যেকোন ব্যবহারকারী।বইটি এক্সক্লুসিভলি পাওয়া যাবে শুধুমাত্র বইটই অ্যাপে।

বইটই কিউ আর কোড

বইটই অ্যাপের কিউ আর কোড স্ক্যান অপশন থেকে উপরের কিউ আর কোড স্ক্যান করলেই বইটি পাওয়া যাবে।

এছাড়া প্লে-স্টোর থেকে “বইটই” অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করে “মহিউল ইসলাম মিঠু” বা “Moheul Islam Mithu” সার্চ করলেই আমার সবগুলো বই দেখতে পাওয়া যাবে। সেখান থেকেও ‘দি আইস ড্রাগন’ ডাউনলোড করে পড়তে পারবেন।

মোবাইল ভিউ

খুব তাড়াতাড়িই হয়তো আমরা প্রোমোকোড দিতে পারব। সেজন্য এই ওয়োবসাইট অথবা ফেসবুকে পেইজে চোখ রাখতে হবে।

খুবই ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস এবং গ্রাহকসেবা দিয়ে ‘বইটই’ ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে বাংলা ভাষাভাষী পাঠকদের মধ্যে।

আমার বইটই প্রোফাইল

বইটির সুন্দর প্রচ্ছদ করেছেন ‘সফটগ্যাদার আইটি’র গ্রাফিক ডিজাইনার জারসিস আজাদ সৈকত।

কভার

হার্ডকভার এবং পেপারব্যাকেও বইটি পাওয়া যাবে কিছুদিনের মধ্যেই। প্রকাশকের সাথে বিস্তারিত আলাপ- আলোচনা চলছে।

বইটির ব্যাপারে সব আপডেট এবং দি আইস ড্রাগন সংক্রান্ত সবকিছু জানতে এখানে ক্লিক করুন

Author: Moheul I Mithu

মহিউল ইসলাম মিঠু কৌতুহলী মানুষ। জানতে ভালোবাসেন। এজন্যই সম্ভবত খুব অল্প বয়সেই বইয়ের প্রতি ভালোবাসা জন্মায়। পড়ার অভ্যাসটাই হয়তো ধীরে ধীরে লেখার দিকে ধাবিত করেছিল। তার পাঠকপ্রিয় অনুবাদ গুলোর মধ্যে রয়েছে: দি হবিট, দি লর্ড অফ দ্য রিংস, পার্সি জ্যাকসন, হার্ড চয়েসেজ, দি আইস ড্রাগন, লিজিয়ন, প্লেয়িং ইট মাই ওয়ে, দি আইভরি চাইল্ড ইত্যাদি। বাংলাদেশে প্রথমসারির জাতীয় পত্রিকা, সংবাদপত্র ও ওয়েবসাইটের জন্য লিখেছেন বিভিন্ন সময়। তিনি বাংলাদেশের প্রথম অনলাইন কিশোর-ম্যাগাজিন ‘আজবদেশ’র প্রতিষ্ঠাতা সদস্যদের একজন। বিশ্বখ্যাত ২০টির বেশি বই অনুবাদ করে বিভিন্ন স্তরের পাঠকের আস্থা অর্জন করেছেন, জিতে নিয়েছেন ভালোবাসা। তার অনুদিত কিছু বই বিভিন্ন সময় জাতীয় বেস্ট-সেলারের তালিকাগুলোতে ছিল। (লিখেছেন: লে: কর্নেল রাশেদুজ্জামান)

Share This Post On

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link
Powered by Social Snap